• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

সৈকতে ভেসে এলো তিমির অর্ধগলিত মৃতদেহ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৮:৪৫ এএম
সৈকতে ভেসে এলো তিমির অর্ধগলিত মৃতদেহ

কক্সবাজারের টেকনাফ শামলাপুর সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি তিমির অর্ধগলিত মৃতদেহ।

শুক্রবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে তিমির মৃতদেহটি দেখতে পান জেলেরা। এটি জোয়ারের পানিতে ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করে উৎসুক জনতা।

জেলে নুরুল আলম জানান, অনেকেই তিমিটি খুব কাছ থেকেই দেখেছেন। জেলা মৎস্য কর্মকর্তাকে জানানো হয়েছে। সপ্তাহ দুয়েক আগে তিমিটির মৃত‌্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাটার সময় মৃতদেহটি বালিয়াড়িতে ভেসে এসেছে।

সেভ দ্যা নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান মোয়াজ্জেম রিয়াদ বলেন, রাতে মৃত তিমির দেহ সৈকতের বালিয়াড়িতে ভেসে আসে। কিন্তু যেখানে তিমিটি ভেসে এসেছে সে এলাকায় মানুষের বসতি কম। এ কারণে মৃতদেহটি প্রথমে কারও নজরে আসেনি। সন্ধ্যার পরপরই জেলেরা নৌকার ঘাটে এলে তিমির মৃতদেহ দেখতে পান। 

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে মৃতদেহটি পরিমাপ করা হয়েছে। এটি ২৩ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া। এর শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পচে পানিতে ভেসে যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।”

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বলেন, “উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”

Link copied!