যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকালে চৌগাছার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের গিরিন্দী দাসের ছেলে মধু দাস (৪৬) ও তার ছেলে সাগর দাস (২৫)।
যশোর পুলিশের মুখপাত্র ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার সরকার জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিপ ট্যাংক পরিষ্কার করছিলেন মধু দাস ও তার ছেলে সাগর দাস। এ সময় মধু দাস ট্যাংকের ভিতর পড়ে যান। কিছু সময় অপেক্ষার পর তার বাবাকে বাঁচানোর জন্যে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন সাগর। পরে সাগর দাসও ভেতর থেকে না ওঠায়, স্থানীয় লোকজন যশোর ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে বাবা-ছেলের মৃতদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে। চৌগাছা থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।