জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বেইলি সেতু ভেঙে ৪০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রাক খালে পড়ে গেছে।
বুধবার (৩ নভেম্বর) ভোরের দিকে উপজেলার ব্রাহ্মণজানি বাজারে যাওয়ার সময় অতিরিক্ত লোডের কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন এবং উপজেলার কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ৪০০ বস্তা সিমেন্ট নিয়ে ব্রাহ্মণজানি বাজারের (সরিষাবাড়ী-মালিপাড়া-কাজিপুর-মুনসুরনগর যাওয়ার প্রধান সড়ক) আশরাফ আলীর দোকানে যাচ্ছিল ট্রাকটি।
পথে ট্রাকটি সেতুর ওপর উঠলে তা ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, এটি একটি ঝুঁকিপূর্ণ সেতু। এই সেতু দিয়ে ৫ টনের ওপরে মালামাল নেওয়া নিষেধ। এলাকাবাসী জানান, অতিরিক্ত সিমেন্ট বোঝাইয়ের কারণেই মূলত সেতুটি ভেঙে পড়েছে।
হাজার হাজার মানুষের উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা এটি। এক বছর আগের বন্যায় কালভার্ট ভেঙে যাওয়ার পর এখানে বেইলি সেতু স্থাপন করা হয়। সেতুটি ভেঙে যাওয়ায় হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। তাই যত দ্রুত সম্ভব ব্রিজটি মেরামত করা হোক।
জামালপুর সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, “অতিরিক্ত মালামাল বোঝাই করে ট্রাক যাওয়ার কারণে সেতুটি ভেঙে পড়েছে। আমরা ইতোমধ্যে ব্রিজটি মেরামতের জন্য লোক পাঠিয়েছি, যত দ্রুত সম্ভব আমরা এটা মেরামত করব।”