সুনামগঞ্জের যাদুকাটা নদীতে ডুবে নিখোঁজ ২ ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত দুই ভাইয়ের নাম মেরাজুল ইসলাম (৯) ও খাইরুল ইসলাম (৭)।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯টায় বৌলাই নদীর পৃথক স্থানে ২ ভাইয়ের মৃতদেহ পাওয়া যায়।
নিহত দুই শিশু জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুন) বিকেলে সীমান্ত নদী যাদুকাটায় পাহাড়ি ঢল নামে। সেই ঢলের পানিতে জেলার উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রাম প্লাবিত হয়। ওই সময় দুই ভাই তাদের বসতবাড়ি সংলগ্ন যাদুকাটা নদীর তীরে বেঁধে রাখা স্টিলবাড়ি ইঞ্জিনের নৌকায় গিয়ে উঠে ঢলের পানি দেখার জন্য। তখন ওই দুই শিশু নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর কোথায় দুজনকে না পেয়ে অবশেষে ঘটনাটি থানায় জানানো হয়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




















-20251029103315.jpeg)


















