• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

সিলেট বিভাগে করোনায় মৃত্যু ১১০০ ছাড়াল


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৪:৩৬ পিএম
সিলেট বিভাগে করোনায় মৃত্যু ১১০০ ছাড়াল

সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১১০৬ জন। একই সময়ে নতুন করে ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এই বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই মারা গেছেন সিলেট জেলায়। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ২ জন।

এই ৯ জনকে নিয়ে মৃতের সংখ্যা ১১০৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৬ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৯১৫ জন। এ পর্যন্ত মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৪ জনসহ ৩৬ জন সিলেটের। এছাড়া সুনামগঞ্জের ১৩, মৌলভীবাজারের ২০ জন ও হবিগঞ্জের ১২ জন রয়েছেন।

সব মিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৪৭২ জন। এর মধ্যে সিলেটের ৩২ হাজার ৯৩৬ জন, সুনামগঞ্জের ৬ হাজার ১৫৬ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৮৫৭ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৫২৩ জন রয়েছেন।

এসব রোগীদের মধ্যে ৪৫ হাজার ৪২৪ জনই সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৭ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২২২ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।

Link copied!