• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

সিলেটে বিভাগে করোনায় আরও ১১ মৃত্যু


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৮:১০ পিএম
সিলেটে বিভাগে করোনায় আরও ১১ মৃত্যু

করোনায় সিলেট বিভাগে শেষ ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৩৪ জনের।

মৃতদের মধ্যে রয়েছেন সিলেটের সাতজন এবং সুনামগঞ্জের একজন। 

শনিবার (১৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে সিলেটে ১৮০, সুনামগঞ্জে ১৮, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৭৪ জন রয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৫২ জন। এর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ২৬ হাজার ৩৫ জন। এছাড়া সুনামগঞ্জে ৫ হাজার ৬০০ জন, হবিগঞ্জে ৫ হাজার ৭৯৬ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৯৬৪ জন আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মোট প্রাণহানি হয়েছে ৮৮৩ জনের। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু সিলেট জেলায় ৬৪৪ জন। এছাড়া সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ৬৭ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে করোনায়।

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৪৭৭ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!