• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৪:১৩ পিএম
সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ২৮ জন। তাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৫৮২। বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৬২। গত ২৪ ঘণ্টায় ৮৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ২৮ জনের মধ্যে ২২ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের একজন এবং মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে তিনজন সুনামঞ্জের ও মৌলভীবাজারের ১১ জন রয়েছেন।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭১, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭, মৌলভীবাজারে ৭২ জন মারা গেছেন।

অপর দিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫২ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৪৩, সুনামগঞ্জের হাসপাতালে ৭ ও মৌলভীবাজারের হাসপাতালে ২ জন ভর্তি আছেন।

Link copied!