একদিনে করোনা শনাক্তে সিলেট বিভাগে নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৯৯৬ জন। যা গতকাল শনিবারের (৩৪০ জন শনাক্ত) চেয়ে প্রায় তিন গুণ। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সিলেট বিভাগে একদিনে এটি সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত শুক্রবার (৩০ জুলাই) ৮০২ জন ছিল সিলেটে একদিনে সর্বোচ্চ শনাক্ত।
এছাড়া গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন আরও ৯ জন।
রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেট বিভাগে আজ আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা হয়েছে ৭ শতাধিক। সঙ্গে বিভাগে শনাক্তের সংখ্যাও ৪০ হাজার ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সিলেট জেলার ৭ জন এবং সুনামগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে ৭০২ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৬১ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৩০ জন এবং মৌলভীবাজার জেলায় ৬০ জন রয়েছেন।
জানা যায়, নতুন শনাক্তদের মধ্যে ৩৯৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০৬ জন, হবিগঞ্জের ৩৫১ এবং ১৪০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ৪৫২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৫ হাজার ৩৩৬ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৭২৮ জন, হবিগঞ্জে ৪ হাজার ৮৩২ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৫৬৪ জন রয়েছেন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ৩৮.৮২ শতাংশই করোনায় আক্রান্ত। এর মধ্যে সিলেট জেলায় ৪০.৯২ শতাংশ, সুনামগঞ্জে ২৫.৭৩ শতাংশ, হবিগঞ্জে ৪৪.৩২ শতাংশ এবং মৌলভীবাজারের ৩৬.১৮ শতাংশ।
আরও জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৩৭ জন, হবিগঞ্জে ১ এবং মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ভর্তিদের নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩০ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩০৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২০৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৩৪ জন, হবিগঞ্জ জেলার ১৫ জন এবং ৪৮ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
বিভাগে এ পর্যন্ত ৩০ হাজার ৮৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে আছেন সিলেট জেলায় ২১ হাজার ১৬৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৫১ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫১৫ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৮১২ জন।