• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

অটোরিকশার চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৮:৪৮ পিএম
অটোরিকশার চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশার চালক ইমন হোসেনকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ইমন হোসেন (১৭) উপজেলার জাকির হোসেনের ছেলে।

গ্রেপ্তাররা হলেন চাটমোহর মির্জাপুর এলাকার শামসুল মণ্ডলের ছেলে নুরুজ্জামান মণ্ডল (৩৪), রবিউলের ছেলে হৃদয় (১৯), রোস্তম আলীর ছেলে সেলিম (১৯), রুহুল আমিনের ছেলে হুমায়ুন কবির টুটুল (১৬) ও রওশন মিস্ত্রির ছেলে রাকিবুল (১৯)। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারদের বরাত দিয়ে পুলিশ জানায়, ৩০০ টাকায় ইমনের অটোরিকশা ভাড়া করে বওসা ঘাটের উদ্দেশে মান্নাননগর থেকে রওনা দেয় ছিনতাইকারীরা। দরাপপুর ব্রিজের কাছে ছিনতাইকারীরা তার গাড়ি থামায়। কৌশলে তারা ইমনকে পেছন থেকে ধরে গলায় ফাঁস লাগিয়ে হাত-পা বেঁধে এবং মুখ চেপে ধরে হত্যা করে। পরে লাশটি কাশবনের কাছে লুকিয়ে রাখে।

২০ আগস্ট ইমনের লাশ বিল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবার অজ্ঞাত চার যাত্রীর নামে একটি মামলা করেন। ওই দিন রাতেই আসামিদের আটক করে পুলিশ।

Link copied!