• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৮:১৭ পিএম
সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার 

কক্সবাজারের উখিয়া সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত নয়টার দিকে উখিয়া উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এসময়  ঘটনাস্থল থেকে প্রায় দেড় লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ২০ লাখ টাকা বলে জানা গেছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা গোলডেবার পাহাড় এলাকায় অবস্থান নেন।

আজাদ আহমেদ আরও জানান, রাত ৯টার দিকে ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। বিজিবির সদস্যরা দুটি গুলি চালান। চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!