• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৯:২২ এএম
সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে পারিবারিক  জজ আদালতের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব)।

বুধবার (৮ সেপ্টেম্বর) র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশ থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সদর উপজেলার পাথুরিয়া গ্রামের মৃত অয়েন উদ্দিনের ছেলে।

রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, “২০১০ সালে হওয়া একটি পারিবারিক মামলা চলতি বছরের আগস্টে রায় হয়। রায়ে দেলোয়ার হোসেনকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি দেলোয়ার পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে পর জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, আসামি দেলোয়ার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!