লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিক সেলিম সম্রাটের ওপর হামলাকারী তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার পারুলিয়া তিস্তা নদীর পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বড়খাতা এলাকার আব্দুর রহমানের ছেলে তাইজুল ইসলাম মুকুট ও আলী রেজা বাদল এবং তাইজুল ইসলাম মুকুটের ছেলে মিরাজুল ইসলাম হৃদয়।
এর আগে রোববার (১১ জুলাই) উপজেলার বড়খাতা এলাকায় হামলার শিকার হয় আঞ্চলিক দৈনিক বাহান্নোর আলো পত্রিকার সাংবাদিক সেলিম সম্রাট। ওই হামলার একটি ভিডিও ভাইরাল হলে সারাদেশে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।”