• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ 


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৮:১৫ পিএম
সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরিহাট সরকারি জায়গায় নিয়মবহির্ভূতভাবে পাকা স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে। এর পেছনে মডেল হিসেবে কাজ করছে স্থানীয় কৈজুরি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের নির্মাণাধীন একটি পাকা স্থাপনা।

তবে বিষয়টি সরেজমিন দেখে মামলা করা হবে বলে জানান শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা।

সোমবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার কৈজুরি বাজারে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সামনেই একটি পাকা স্থাপনা তৈরি করছেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। সেখানে কাজ না করতে উপজেলা প্রশাসনের নির্দেশে লাল নিশান লাগিয়ে দিয়ে গিয়েছিলেন স্থানীয় ভূমি কর্মকর্তা।

এর পাশেই আরও দুটি ভবন নির্মাণের কাজ শেষ করেছেন স্থানীয় রশিদ মন্ডল ও সোহরাব নামে আরেক ব্যবসায়ী। চেয়ারম্যানের স্থাপনার মতো সে দুটিতেও কাজ বন্ধে লাল নিশান লাগিয়ে দিয়ে গিয়েছিলেন সেই কর্মকর্তা, কিন্তু সবাই সেই নির্দেশনা ও লাল নিশান ছুড়ে ফেলে দিয়েছেন, মানেননি নির্দেশনা, সম্পন্ন করেছেন স্থাপনার কাজ।

কৈজুরি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, টিনের ঘরে চুরি ডাকাতি হয় এ জন্য ভেঙে পাকা স্থাপনা নির্মাণ করেছি। আমি এসি ল্যান্ডকে বলেছি যদি প্রয়োজন হয় তারা ভেঙে দিতে পারেন। তবে কাজ বন্ধের জন্য প্রশাসন নির্দেশনা দেওয়ার পরেও কেন তা অমান্য করে কাজ করলেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এসি ল্যান্ডের সঙ্গে কথা বলেই কাজ শেষ করেছি।

কৈজুরি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, চেয়ারম্যানের স্থাপনাটিসহ তিনটি নির্মাণাধীন ভবনে লাল পতাকা বেঁধে দিয়ে কাজ বন্ধ করতে বলে এসেছিলাম। কিন্তু তারা তাও শোনেনি।

সোমবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ইউএনও শাহ মো. শামসুজ্জোহা বলেন, “আমি আবারও একবার সরেজমিন দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এছাড়া তাদের বিরুদ্ধে মামলা করা হবে।”

Link copied!