সিরাজগঞ্জের বেলকুচিতে শয়নকক্ষ থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামাড়পাড়ার ঘোষপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ঘোষ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)। গৌরাঙ্গ মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন।
গৌরাঙ্গ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে দোকানের কাজ শেষে বাড়ি আসেন। খাওয়া-দাওয়া শেষে তিনি এবং তার স্ত্রী তমা ঘুমাতে যান।
শুক্রবার সকালে পরিবারের লোকজন তাদের বারবার ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দুজনের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গৌরাঙ্গের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তমার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।