• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

শ্রমিক লীগ সভাপতি-ইউপি সদস্য গুলিবিদ্ধ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৮:৫৬ এএম
শ্রমিক লীগ সভাপতি-ইউপি সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজারে দুই ভাই জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম সিকদার (৪৫) ও সদরের ৫ নম্বর ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কুদরত উল্লাহ সিকদার (৪২) সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে লিংরোডস্থ কুদরতের ব্যক্তিগত অফিসে দুই ভাইকে  লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাদের  উদ্ধার করে কক্সবাজার  সদর হাসপাতালে ভর্তি হয়। গুলিবিদ্ধ কুদরত উল্লাহ ও জহিরুল উল্লাহ আপন ভাই। তারা কক্সবাজার সদরের লিংকরোড এলাকার বাসিন্দা। 

কক্সবাজার জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনচারী বলেন, “রাতে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের লিংকরোডস্থ নিজের অফিসে বৈঠক করেন দুই ভাই। সেখানেই তাদের গুলি করা হয়।”

শফিউল্লাহ আনচারীর দাবি, লিয়াকত বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। দুই ভাইয়ের শরীরে বেশ কয়েকটি গুলি লেগেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে  তদন্ত করা হচ্ছে।”

Link copied!