• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

শ্যালকের স্ত্রীর প্রেমে পড়ে ৪ সন্তানের জনকের আত্মহত্যা


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ১১:১৬ এএম
শ্যালকের স্ত্রীর প্রেমে পড়ে ৪ সন্তানের জনকের আত্মহত্যা

পাবনার চাটমোহরে পরকীয়া প্রেমে জড়িয়ে ফুরকান আলী (৪০) নামের এক ব্যক্তি কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। তিনি  চার সন্তানের জনক।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফুরকান আলী উপজেলার তৈজুদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, পেশায় রিকশাচালক ফুরকান দীর্ঘদিন শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকার সুবাদে শ্যালকের স্ত্রী ঝর্ণার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক সপ্তাহ আগে ঝর্ণা তার স্বামীকে তালাক দেন। পরে এলাকাবাসীর মধ্যস্থতায় ঝর্ণা স্বামীর সঙ্গে সংসার করবে বলে সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে ফুরকান আলী এ সংবাদ জানতে পেরে ঝর্ণার বাড়িতে গিয়ে কীটনাশক পান করেন। এ সময় স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে ফুরকান মারা যান। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে চাটমোহর থানায় নিয়ে আসা হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয় এবং থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Link copied!