• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

শোক দিবসের অনুষ্ঠানে আ. লীগ নেতার মৃত্যু


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৯:৩২ পিএম
শোক দিবসের অনুষ্ঠানে আ. লীগ নেতার মৃত্যু

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা এবং দোয়া মাহফিলে ফজলুল হক ফজল (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। 

ফজলুল হক মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন।

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে যান ফজলুল হক। এ সময় তার মাথায় পানি ঢেলে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!