• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৮:২৪ এএম
শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাগেরহাট জেলার রামপাল থানাধীন শ্রীফলতলা গ্রাম থেকে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মো. আসাদুজ্জামান মানিককে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

সোমবার (৬ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমের এলাকায় মানিক ভারাটিয়া হিসেবে বসবাস করাতেন। তিনি ওই গ্রামের শেখ ছাকেব আলী ও পারুল বেগমের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১১টায় ভিকটিম তার বাড়ীর পার্শ্ববর্তী রবের মোড় এলাকায় দোকানে কিছু নিত্যপ্রয়োজনীয় মালামাল কেনার জন্য যায়। এরপর বাড়িতে ফিরে না আসায় ভিকটিমের মা তার খোঁজ করে। সেখানে মোড়ে অবস্থিত জুয়েল গাজীর ‘জান্নাতুল স্টোর’ দোকানের ভেতর থেকে কান্নারত অবস্থায় ভিকটিমকে বের করে নিয়ে আসে। 

ভিকটিম অভিযোগ করে, আসামি মানিক ভিকটিমকে দোকানের ভেতর জোরপূর্বক শারীরিক নির্যাতন করে। এই সময় আসামি মানিকের বন্ধু এনামুল শেখ (৩১) পাহারা দেয়। ভিকটিমের অশ্লীল ভিডিও এবং নগ্ন ছবি মোবাইলে ধারণ করে। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ভিকটিমের মা বাদী হয়ে খুলনা রূপসা থানায় আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন তৎসহ পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। 

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আসামিকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অপর পলাতক আসামি এনামুল শেখকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!