• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

শিমুলিয়া ঘাটে মানুষের চাপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৫৯ এএম
শিমুলিয়া ঘাটে মানুষের চাপ

সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে মানুষের চাপ বেড়েছে।

শনিবার (২৬ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর ঢাকা ও আশপাশের জেলা ছেড়ে দক্ষিণাঞ্চলের গ্রামের বাড়িতে ছুটতে শুরু করেছেন মানুষ। ভোরে উভয়মুখী যাত্রীচাপ বেড়েছে কয়েক গুণ। সরকার ঘোষিত লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে গাড়ি ও যাত্রী পারাপার হচ্ছে। চেকপোস্ট বসিয়েও আটকানো যাচ্ছে না মানুষ।

ফেরিতে সামাজিক দূরত্ব না থাকায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থবিধি। অনেক যাত্রীর মুখে কোনো মাস্ক নেই। কয়েকজনকে মাস্ক না পরার কারণ জিজ্ঞেস করলে কোনো উত্তর না দিয়ে দ্রুত হেঁটে গেলেন। আবার অনেকে দিলেন বিভিন্ন অজুহাত।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের টার্মিনাল সুপারিন্টেন্ডেন্ট মেহেদী হাসান বলেন, এই নৌপথে ১৪টি ফেরিই চলাচল করছে। একটি বন্ধ রয়েছে। মানুষের চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঘাটে ভিড় হচ্ছে অনেক।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জাকির হোসেন বলেন, লকডাউন শুরু হবে জেনে ঘাটে সকাল থেকে যাত্রীদের চাপ ধীরে ধীরে বাড়ছে। তাই অনেকেই রাজধানীতে, আবার কেউ রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি ফিরছেন।

Link copied!