• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

লাল কোরালের দাম ৩ লাখ টাকা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৯:০৪ এএম
লাল কোরালের দাম ৩ লাখ টাকা

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৫ মণ লাল কোরাল মাছ। প্রতি মণ ২০ হাজার টাকা দরে ৩ লাখ টাকায় কিনে নেন ব্যবসায়ী হামিদ হোসেন ও মো. ছাব্বির আহমদ। প্রতিটি মাছের ওজন প্রায় ৩ থেকে ৪ কেজি। 

বুধবার (২২ সেপ্টেম্বর ) বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মোহাম্মদ আইয়ুবের মালিকাধীন এফবি রিয়াজ ট্রলারে মাছগুলো ধরা পড়ে। মাছভর্তি ট্রলারটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে ভিড়লে স্থানীয়রা মাছ দেখতে ভিড় করেন। 

ট্রলার মালিক মো. আইয়ুব বলেন, “মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদ সৈয়দ মাঝির নেতৃত্বে কয়েকজন মাঝিমাল্লা সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে প্রতিদিনের মতো মাছ শিকারের জন্য জাল ফেলে। জাল টেনে তুলতে গিয়ে দেখে লাল কোরাল মাছগুলো। পরে ওজন দিয়ে দেখা যায় ১৫ মণ মাছ, যা ৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।”

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “লাল কোরাল ধরা পড়ার খবর পেয়েছি। এটি খুবই ভালো খবর। এ মৌসুমে এ ধরনের মাছগুলো জালে বেশি ধরা পড়ে।”

Link copied!