• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

লালমনিরহাট পৌরসভার বাজেট ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৪৩ এএম
লালমনিরহাট পৌরসভার বাজেট ঘোষণা

পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয় নিয়ে লালমনিরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের কোনো নতুন করারোপ ছাড়াই ৪১ কোটি ২৪ লাখ ৬১ হাজার ৫৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৩০ জুন) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. রেজাউল করিম স্বপন। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, চেম্বার অব কমার্সের পরিচালক মোকছেদুর রহমান। 

বাজেটে প্রস্তাবিত আয় ধরা হয়েছে— রাজস্ব খাতে ৯ কোটি ৮৫ লাখ ৭১ হাজার ৩০৫ টাকা, পানি সরবরাহ খাতে ৮৫ লাখ ১৪ হাজার ৫৩৭ টাকা এবং উন্নয়ন খাতে ৩০ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৭৫৪ টাকা। 

ব্যয় ধরা হয়েছে— রাজস্ব খাতে ৯ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৮০ লাখ টাকা, অবকাঠামো উন্নয়ন খাতে ৩০ কোটি ৫২ লাখ ৫০ হাজার ১০৩ টাকা। বছর শেষে উদ্বৃত্ত ধরা হয়েছে রাজস্ব খাতে ৩২ লাখ ৬ হাজার ৩০৫ টাকা, পানি সরবরাহ খাতে ৫ লাখ ১৪ হাজার ৫৩৭ টাকা এবং উন্নয়ন খাতে ১ লাখ ২৫ হাজার ৬২৪ টাকা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!