রাঙ্গামাটি লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন (২৮)।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের করল্যাছড়ির মো. শাহ আলমের ছেলে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, আলমগীর হোসেন পেশায় একজন ভাড়াটে মোটরসাইকেল চালক। পাশাপাশি তিনি বাড়ির বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ করতেন। সোমবার বিকেল করল্যাছড়ির আদর্শপাড়া এলাকায় মো. বেল্লাল নামের এক ব্যক্তির বাড়ির বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ শেষ করে বিদ্যুতের লাইন খুঁটি থেকে সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরবিন্দু চাকমা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই তিনি মারা যান। তার লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি সুজন হালদার আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।