রাজবাড়ীতে পাঁচটি হোটেল এবং রেস্টুরেন্টে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে র্যাব-৮। পচাবাসি খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় হোটেল ও রেস্টুরেন্টগুলোকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা শহরের বিভিন্নস্থানে অভিযান চালায় র্যাব-৮ এর একটি বিশেষ দল। এতে নেতৃত্ব দেন র্যাব-৮ এর এএসপি খোরশেদ আলম। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পক্রিয়াজাত ও রাখা দায়ে ভোক্তা অধিকার আইনে শহরের সালমা হোটেলকে ১০ হাজার, সূর্যবান বিরিয়ানি হাউজকে ৭ হাজার, ঢাকা বিরিয়ানি হাউজকে ১০ হাজার, মিষ্টিবাড়ীর কারখানাকে ১০ হাজার ও এ ডাব্লিউ ড্রিংকিং ওয়াটার নামে পানির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক।
র্যাব-৮ এর এএসপি খোরশেদ আলম জানান সপ্তাহব্যাপি আমাদের এই অভিযান চলমান থাকবে।