• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ১১:৫৭ এএম
র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ভোলার চর কুকরি-মুকরিতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। 

র‍্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার (ওসি) মো. রাজিব রায়হান জানান, চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরিতে একদল দলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালালে দস্যুরা গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহতের খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে।

ওসি শাখাওয়াত আরও জানান, ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Link copied!