ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পারাপারের সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিরীনা বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিরীনা উপজেলার ২ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক সরকারের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, “শিরীনা প্রতিদিন সকালে হাঁটতে যেতেন। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বের হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
মশিউর রহমান বলেন আরও বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে।”