• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৯:৪৮ এএম
রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

গত ২৪ ঘণ্টায়  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে হাসপাতালটির করোনা ইউনিটে এ পর্যন্ত ২১৫ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (১৫ আগস্ট)  সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান তারা।

শামীম ইয়াজদানী জানান, ১২ জনের মধ্যে ৭ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৫ জন মারা গেছেন করোনা উপসর্গে। 

মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরের রয়েছেন দুইজন করে। বাকি একজন মারা গেছেন পাবনার।

সর্বশেষ এক দিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ২৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩১৪। তাদের মধ্যে ১৮১ জন করোনা পজিটিভ রোগী।

Link copied!