• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

রামেক হাসপাতালে ২১ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৯:২৭ এএম
রামেক হাসপাতালে ২১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। আগের দিন মৃত্যু হয়েছিল এক দিনে সর্বনিম্ন ১১ জনের।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান তারা।

হাসপাতাল সূত্র জানায়, মৃতদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৫ জন। এছাড়া উপসর্গে ১৪ জনেরই মৃত্যু হয়েছে। দুইজন করোনা নেগেটিভ রোগী মারা গেছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন এবং নওগাঁ ও পাবনার চারজন করে ৮ জন। চাঁপাইনবাবগঞ্জের মারা গেছেন দুইজন এবং বাকি একজন মারা গেছেন নাটোর জেলার। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৯ জন নারী। 

হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮০। তাদের মধ্যে ১৯৭ জন করোনা পজিটিভ রোগী।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!