ভোলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৪ জনের। তার মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে আগস্টের প্রথম ১১ দিনে। অর্থাৎ মোট মৃত্যুর প্রায় অর্ধেক এই মাসের প্রথম ১১ দিনেই।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ পর্যন্ত ভোলায় করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪২৫ জন। মৃত্যু হয়েছে ৬৪ জনের। এর মধ্যে জুলাই মাসে আক্রান্ত হয় ১ হাজার ৭১৫ জন। জুলাই মাসে মৃত্যু হয় ছয়জনের। আগস্টের প্রথম ১১ দিনে ১ হাজার ৫২৩ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। এর বাইরে উপসর্গ নিয়ে অন্তত অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) জেলা সিভিল সার্জন দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি-পিসিআর ল্যাবে ৩৪২ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছে ১১৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ৬৪ জন, দৌলতখানে ১৪, বোরহানউদ্দিনে ৫ জন, লালমোহনে ১৪ জন, চরফ্যাশনের ১৬ জন, তজুমদ্দিন দুইজন ও মনপুরায় তিনজন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪২৫।
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫ হাজার ৪২৫ জনের মধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ১৫ জন। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪১৪। এছাড়া হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৫৬৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৪৬ জন। বর্তমানে ৯৯ জন চিকিৎসাধীন রয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৪। এছাড়া জেলার বাইরে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। ভোলা থেকে এ পর্যন্ত ২৩ হাজার ৬৭৩ জনের নমুনা সংগ্রহ করে র্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে।