• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৯:৫২ এএম
রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা গেছেন ১৪ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ তথ্য জানান। তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান তারা।

হাসপাতাল সূত্র জানায়, ১৭ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৬ জন। অন্যদিকে উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া তিনজনের করোনা নেগেটিভ ছিল।

মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ৪ জন এবং পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনজন করে ৬ জন। নওগাঁ ও কুষ্টিয়া জেলার মারা গেছেন একজন করে। এদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৮ জন নারী। ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৩৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

Link copied!