রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১ জন করোনা পজিটিভ ছিলেন। একজন করোনার নেগেটিভ হওয়ার পর মারা যান। অন্যদের মৃত্যু হয় করোনার উপসর্গ নিয়ে।
রোববার (৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী।
মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোর, নওগাঁ ও পাবনার ১ জন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ৭৭ জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৬৪ জন। এখনো হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪৮৫ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯৫টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ২৮ জনের। শনাক্তের হার ২৯ দশমিক ৪৭ শতাংশ।