রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে মোট দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে দুজনই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনার একজন ছিলেন। হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের ২৭ তারিখ পর্যন্ত মারা গেছেন ৯১ জন, এদের মধ্যে পজিটিভ ১১ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১১ জন। এ নিয়ে ১৫২ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫৫ জন। রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৪ দশমিক ৪০ শতাংশ।