রামেকে আরও ৪ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৯:০৬ এএম
রামেকে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল থেকে শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে তিনজন করোনা উপসর্গ নিয়ে এবং একজন করোনায় মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহী ও নাটোরের একজন করে এবং চাঁপাইনবাবগঞ্জের দুইজন রোগী ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক আরও বলেন, হাসপাতালটিতে শুধু অক্টোবর মাসের ২২ তারিখ পর্যন্ত মারা গেছেন ৮০ জন, এদের মধ্যে পজিটিভ ১০ জন।

হাসপাতালের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন সাতজন। এ নিয়ে ১৯২ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৬৩ জন। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!