• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে সর্বনিম্ন মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ১০:২৬ এএম
রাজশাহী মেডিকেলে  করোনা ইউনিটে সর্বনিম্ন মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও করোনার উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত দুইজনের মধ্যে একজন রাজশাহীর এবং অন্যজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে হাসপাতালে করোনা রোগীর ভর্তি আছেন ১৪৮ জন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৬৮৪। ৫৬ জনের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৩৭ জন। 

এদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৩ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন ও বাসায় একজন মারা যান এবং হাসপাতালে মৃত অবস্থায় একজনকে আনা হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৬ শতাংশ।

একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫।

Link copied!