• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ১০:০৬ এএম
রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও করোনা উপসর্গ নিয়ে ৫ জন এবং করোনা  নেগেটিভ হওয়ার পর অন্য জটিলতায় ২ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোর, নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে রোগী মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন। হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী আছেন ১৫৯ জন। রাজশাহীতে বর্তমানে সংক্রমণের হার ১০ দশমিক ৮৩ শতাংশ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!