যুবলীগ নেতা গ্রেপ্তারের ২ ঘণ্টা পর জামিনে মুক্ত


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৯:৩৬ পিএম
যুবলীগ নেতা গ্রেপ্তারের ২ ঘণ্টা পর জামিনে মুক্ত

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া গ্রেপ্তার হওয়ার দুই ঘণ্টা পর জামিন পেয়েছেন।

বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

শনিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কানাইখালীর নিজ বাসা থেকে বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে তাকে জামিন দেন আদালত।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন বলেন, চারটি মামলায় বাশিরুর রহমান খান চৌধুরী বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়।

আব্দুল মতিন বলেন, “বাশিরুর রহমান খানের নামে রমনা থানায় একটি এবং মতিঝিল থানায় তিনটি মামলা রয়েছে।” 

Link copied!