• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

যুবলীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৯:১৯ এএম
যুবলীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা 

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় রুহুল কাদের নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (১৮ অক্টোবর) রাত ১০ দিকে এ খুনের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে , রুহুল বাজার থেকে বাড়ি ফেরার পথে ফকিরজোম পাড়ায় আসা মাত্রই সিএনজিচালিত অটোরিকশা থেকে কয়েকজন নেমে দা, কিরিচ দিয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালারমারছড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ততক্ষণে সে মারা যায়।  

রুহুল কাদের ওই এলাকার মোহাম্মদের ছেলে এবং যুবলীগের কালারমার ছাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাসের ভাই।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, কালারমারছড়ায় আধিপত্য বিস্তার নিয়ে একজনকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। যারা এ হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 

Link copied!