• ঢাকা
  • সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১৩ রজব ১৪৪৬

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৮ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:৪৭ পিএম
ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনায় এবং উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের আবুল কাশেম (৭০), গফরগাঁওয়রর আজিম উদ্দিন (৪০), শিরিনা আক্তার (৬০), ঈশ্বরগঞ্জের ফরিদা বেগম (৪০), ত্রিশালের হোসনে আরা (৫৮), নেত্রকোনা সদর উপজেলার সালমা (৩৫), শেরপুর সদর উপজেলার মরিয়ম বেগম (৬৫), ও হানিফ মিয়া (৫০), টাঙ্গাইল শফিপুরের হাবিবুর রহমান (৪৬) ও মধুপুরের খোরশেদ আলম (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৭০), আবুল বাশার (৬০), আব্দুল কুদ্দুস (৭০), সিরাজুল হক (৬০), কেএম জালালউদ্দিন (৮৭), আব্দুল রাজ্জাক (৬৫), জামালপুর সরিষাবাড়ির মাহফুজা বেগম (৫০), ও টাঙ্গাইল মধুপুরের সুরাইয়া বেগম (৩৪)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, আইসিইউতে ২০ জনসহ করোনা ইউনিটে মোট চিকিৎসাধীন ৪৬২ জন। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন ও সুস্থ হয়েছেন ৫২ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৯৭৫ টি নমুনা পরীক্ষা করে ২৬৫ জন করোনা শনাক্ত হয়েছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!