• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

ময়মনসিংহ মেডিকেলে একদিনে ১২ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ১১:৩৬ এএম
ময়মনসিংহ মেডিকেলে একদিনে ১২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে ও ৭ জন উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। 

বুধবার (২৮ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন ময়মনসিংহ সদরের আব্দুর রব (৭২), খোদেজা (৬০), আমজাদ হোসাইন (৪২), তারাকান্দার খাদিজা খাতুন (৪৩) ও নেত্রকোনা সদরের নুরুল হক (৮০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের নিলিমা বিশ্বাস (৬২), ফিরোজা বেগম (৬০), ফিরোজা বেগম (২) (৬০), মিহির কান্তি সান্যাল (৬৬), সেতু জামান (৫৮), হালুয়াঘাটের আলতাফ (৬৫), জামালপুর মেলান্দহের আক্কাস আলী (৭৪)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৪৫ জন চিকিৎসাধীন আছেন। হাসপাতালে নতুন ভর্তি ৬৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩৫৮ নমুনা পরীক্ষা করে ৪৪০ জন করোনা শনাক্ত হয়েছে যা জেলায় এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। 

Link copied!