• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

ময়মনসিংহ-চট্রগ্রাম রুটে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ১০:৫৮ এএম
ময়মনসিংহ-চট্রগ্রাম রুটে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ- চট্টগ্রামের মধ্যে ৬ ঘণ্টা পর ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে যোগাযোগ স্বাভাবিক হয়। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী রেলস্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, রাত ৮টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্রগ্রামের উদ্দশে ময়মনসিংহ থেকে ছেড়ে যায়। ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী রেলস্টেশনে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে কয়েক  যাত্রী দুর্ভোগে পড়েন।

গৌরীপুর বেলস্টেশন মাস্টার আবুর রশিদ বলেন, ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালী লোকোশেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বিকল ট্রেন ঠিক করার পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। পরে ভোররাত ৪টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, বিজয় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরগঞ্জের সোহাগী স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের ব্রেক চাপার সময় তিন নম্বর বগির ব্রেক শো খুলে ঝুলে যাওয়ায় রেললাইনের আইবোল্ট উঠে যায়। এ ঘটনায় ৬ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

Link copied!