• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৩:৪৩ পিএম
মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল দুর্ঘটনায় আলাদীন মিয়া (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আসিফ নামের আরও একজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে মানিকদী কালনী নদী জিল্লুর রহমান সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।   

নিহত আলাদীন উপজেলার গোছামারা গ্রামের সাববাড়ীর সৌদি প্রবাসী চুন্নু মিয়ার ছোট ছেলে এবং তাহমিনা মুসলিম উদ্দীন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। 

আহত আসিফকে বাজিতপুর জুহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আলাদীন তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল করে মানিকদী সেতুতে ঘুরতে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা লাগলে। এতে ঘটনাস্থলেই আলাদীনের মৃত্যু হয়।

Link copied!