• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মোটরসাইকেলের চালককে ৫ কিলোমিটার টেনে নিয়ে গেল ট্রাক


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০১:০৪ পিএম
মোটরসাইকেলের চালককে ৫ কিলোমিটার টেনে নিয়ে গেল ট্রাক

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে গাছবোঝাই ট্রাক কেড়ে নিল নাসির উদ্দিন মিজি (৫০) নামের এক মোটরসাইকেল চালকের প্রাণ। নাসির উদ্দিনকে ঘাতক ট্রাক প্রায় পাঁচ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যান।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁনখার বাজার এলাকার এম এম নুরুল হক উচ্চবিদ্যালয়ের সামনে হাজীগঞ্জ অভিমুখী গাছবোঝাই ট্রাকটির নিচে চাঁদপুরগামী মোটরসাইকেল ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পর ট্রাকের নিচে দিয়ে মোটরসাইকেলটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের কোনো এক স্থানে আটকে যান মোটরসাইকেল চালক নাসির উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা গাছবোঝাই ট্রাকটি চাঁদপুর হয়ে নাঙ্গলকোটের উদ্দেশে যাত্রাকালে চাঁনখার বাজার এলাকায় এলে কুমিল্লা থেকে ফরিদগঞ্জের দিকে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কিন্তু দুর্ঘটনার ঘোষেরহাট এলাকার কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালক ট্রাকের ভেতরে কিছু একটা দেখতে পেয়ে মহামায়া বাজারের একজনের কাছে ফোন করে জানালে বাজারের লোকজন ট্রাকটিকে আটক করেন। এ সময় চালকের সহযোগী পালিয়ে গেলেও চালক গোলাম মোস্তফা ডাবলুকে হাতে নাতে ধরে ফেলেন। চালকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালককে আটক করে ও ট্রাকটি জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ।

নিহত নাসির উদ্দিন পেশায় একজন ঠিকাদার। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজির বাড়ির মৃত সোলেমান মিজির ছেলে।

Link copied!