কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলের রেলিংয়ে সঙ্গে ধাক্কা লেগে ইমন মিয়া (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা রায়হান (২০) নামে অপর এক যুবক।
রোববার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে রাজারহাটের শরিফ সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন মিয়া জেলা সদরের চরসিতাইঝাড় এলাকার দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার চারটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কুড়িগ্রামের দিকে যাচ্ছিলেন। তিনটি মোটরসাইকেল নিহত ইমনের মোটরসাইকেলকে পেছনে রেখে সামনে এগিয়ে যায়। সকাল সাড়ে ৮টার দিকে ইমনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাটের শরীফ সিনেমা হল সংলগ্ন রেলের রেলিংয়ের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































