মেহেরপুরে করোনায় ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ১২:০৯ পিএম
মেহেরপুরে করোনায় ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

মেহেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে মেহেরপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত  জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরে ৬৭ জন, গাংনী ৫০ ও মুজিবনগরে ৩৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩১ জন, গাংনী উপজেলায় ৩৯ এবং মুজিবনগর উপজেলায় ৫ জন রয়েছেন।

Link copied!