• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

মেট্রোরেলের আরও ১০ বগি মোংলায় 


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০৭:৩৩ পিএম
মেট্রোরেলের আরও ১০ বগি মোংলায় 

বিদেশি জাহাজ এমভি হরিজন মেট্রোরেলের আরও ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে সাত নম্বর জেটিতে নোঙ্গর করেছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের কন্ট্রাক্ট প্যাকেজ-৮ এর প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফুর রহমান বলেন, মেট্রোরেলের ১০টি বগি মোংলা বন্দরে এসে পৌঁছেছে। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে বগি ও আনুসঙ্গিক যন্ত্রপাতি ঢাকায় পাঠানো হবে। ঈদের পরে জাহাজ থেকে বগি ও ঈঞ্জিন খালাস করা হবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের কন্ট্রাক্ট প্যাকেজ-৮ এর প্রকল্প ব্যবস্থাপক আরও বলেন, “এর আগে, এই বন্দর থেকে আমরা দুই দফায় ১২টি বগি খালাস করেছি। এখন থেকে এক-দেড়মাস পরপর নিয়মিত মেট্রোরেলের বগি ও যন্ত্রপাতি মোংলা বন্দরে আসবে।”

২০২১-২০২২ সালের মধ্যে এই প্যাকেজের আরও ১৩৮টি রেলওয়ে কার মোংলা বন্দর দিয়ে আমদানি, ছাড়করণ ও পরিবহণ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

ঈদের ছুটির মধ্যেও বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদেশি জাহাজটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলে জানান বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।

গত ৩১ মার্চ এমভি এসপি এন ব্যাংকক ৬টি এবং ৫ মে এমভি ওশান গ্রেস নামক বাণিজ্যিক জাহাজ ৬টি বগি নিয়ে মোংলা বন্দরে আসে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!