• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

মেছো বাঘের আক্রমণে ৭ শিশুসহ আহত ৮


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৫:২৩ পিএম
মেছো বাঘের আক্রমণে ৭ শিশুসহ আহত ৮

সুনামগঞ্জ সদর উপজেলায় গত দুই দিনে মেছো বাঘের আক্রমণে সাত শিশুসহ আটজন আহত হয়েছেন।

আহতরা হলেন সদর উপজেলার সদরগড় গ্রামের জুনায়েদ মিয়া (৪), হোসাইন আহমদ (৫), সাকিব হোসেন (৪), রনি মিয়া (১৪), গোলাম মনতাক (৭), রত্না বেগম (১২), মুসলিমা বেগম (১৩), আকিকুল ইসলাম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার সদরগড় গ্রামের আকিকুল ইসলামের ছেলে সাকিব হোসেন ঘুম থেকে উঠে বাইরে গেলে একটা মেছো বাঘ তার ওপর আক্রমণ করে। পরে চিৎকার শুনে পরিবারের সবাই এগিয়ে এলে তারাও মেছো বাঘের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন।

এর আগে রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় একই গ্রামের মাদ্রাসাছাত্রী মুসলিমা বেগম হিংস্র মেছো বাঘের আক্রমণের শিকার হয়। একইভাবে শিশু জুনায়েদ মিয়া, হোসাইন আহমদ ও রনি মিয়া ওপর আক্রমণ করে বাঘটি।

সুনামগঞ্জ সদরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হারুনুর রশিদ বলেন, “সম্প্রতি মেছো বাঘের উৎপাত খুবই বেড়ে গেছে। এলাকার শিশু ও বয়স্করা তাদের আক্রমণের শিকার হচ্ছেন। তাই চারদিকে এখন মেছো বাঘের আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

সুনামগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসার চয়ন ব্রত চৌধুরী বলেন, “বন্যার সময় সীমান্তের চলতি নদী দিয়ে ভারত থেকে কিছু বন্যপ্রাণী আসে। এই পাহাড়ি নদীর ঢলের সঙ্গে মেছো বাঘও ভেসে এসেছে। তারা নিরাপদ আশ্রয় ও খাদ্য না পাওয়ার কারণে মানুষের বসতবাড়িতে গিয়ে আক্রমণ করছে। এলাকার লোকজনকে মেছো বাঘের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব।” 

Link copied!