• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার 


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৭:১৩ পিএম
মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার 
লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে নৌ-পুলিশ/ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তার বয়স আনুমানিক (৩০) হবে বলে জানায় পুলিশ।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে পানিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ দুপুরের দিকে মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ভৈরব নৌ-থানার উপ-পরিদর্শক রাসেল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে গলাকাটা ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পরনে জিন্সের প্যান্ট ও সবুজ রঙয়ের শার্ট পরিহিত ছিল। 

এ বিষয়ে ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক রাসেল আহমেদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পানিশ্বর এলাকা থেকে গলাকাটা অজ্ঞাত লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলেই লাশটির সুরৎহাল রিপোর্ট তৈরি করি। এছাড়া লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। 

তবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ২/৩দিন আগে ভিকটিমকে জবাই করে লাশ নদীতে ফেলে দিয়ে থাকতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Link copied!