• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

মেঘনা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ১০:৫৬ এএম
মেঘনা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া ঘাট এলাকাসংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

পুলিশ বলছে, উদ্ধার হওয়া ওই দুই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর। তবে তাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বেতুয়া ঘাট এলাকার মেঘনা নদীতে অজ্ঞাতনামা মরদেহ দুটি ভাসতে দেখে জেলে ও স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৃতদেহ দেখে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, দুই-তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

Link copied!