• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

মেঘনায় ধরা পড়ল ২২ কেজি ওজনের ‘পাখি মাছ’


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৫:০৩ পিএম
মেঘনায় ধরা পড়ল ২২ কেজি ওজনের ‘পাখি মাছ’

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে সাত ফুট লম্বা এক সামুদ্রিক মাছ ধরা পড়েছে। এর পিঠে পাখনা থাকায় জেলেরা একে ‘পাখি মাছ’ বলে সম্বোধন করছেন। 

শনিবার (২৪ জুলাই) সকালে প্রায় ২২ কেজি ওজনের মাছটি উপজেলার পাটওয়ারিরহাটের জারিরদোনা মৎস্যঘাট এলাকায় বিক্রি করা হয়। সেখানে মাছটি উঠালে উৎসুক মানুষ ভিড় জমায়।

মাছটি আড়াই হাজার টাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে স্থানীয়রা কিনে ভাগ করে নেন। শুক্রবার মধ্যরাতে গভীর মেঘনায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

এলাকাবাসী জানান, লক্ষ্মীপুরের মাছ ব্যবসায়ী মো. গোফরান আড়াই হাজার টাকায় মাছটি কিনে নেন। তিনি ঢাকায় নিয়ে মাছটি চড়া দামে বিক্রি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রায়পুর কারিমিয়া মোহাম্মদিয়া মাদরাসার মোহতামিম মাওলানা আ হ ম নোমান সিরাজি ওই মাছ তার কাছে বিক্রি করার জন্য ব্যবসায়ীকে অনুরোধ করেন। পরে তিনি একই দামে মাছটি কিনে নেন। একপর্যায়ে তিনিসহ ১০ জন মিলে মাছটি ভাগ করে নেন।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, “এটি সামুদ্রিক মাছ। পাখনা থাকায় মাছটিকে পাখি মাছ বলা হয়। বিরল এ মাছ আগে কখনো এ অঞ্চলের মানুষ দেখেনি। এজন্য ব্যবসায়ীকে অনুরোধ করে স্থানীয়রা মাছটি কিনে নিয়েছেন।”

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, “মাছটি দেখতে বিরল প্রজাতির মনে হয়। এ অঞ্চলে মাছটি অপরিচিত। মেঘনায় পানি বৃদ্ধি পাওয়ায় সমুদ্র থেকে মাছটি চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ধরনের মাছ আগে কখনও ধরা পড়েনি।”
 

Link copied!