• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী নিহত


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ১০:০৩ এএম
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী (৩৪) নিহত হয়েছেন। 

রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইসমাঈল কার্পেট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম নিশান জানান, রোববার সন্ধ্যায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা পাংচার হয়ে আইল্যান্ডের ওপর দিয়ে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে চলে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, “আমরা লাশটি উদ্ধার জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ এ কে এম শরফুদ্দিন বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচলে স্বাভাবিক করে দিয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!