• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

বাবা-মা-ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৯:৩৩ এএম
বাবা-মা-ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে থেকে মুদি ব্যবসায়ী মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও এক ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মোস্তাফা সওদাগরের স্ত্রীর নাম জোসনারা বেগম ও ছেলের নাম আহমদ। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকার নিহতদের নিজ বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আবু সাঈদ বলেন, “মোস্তফার আরেক ছেলে সাদ্দাম ও তার স্ত্রী অক্ষত রয়েছেন। তারাও ওই বাড়িতেই ছিলেন।”  

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের রক্তাত্ত লাশ দেখতে পেয়েছি। তাদের গলায় দাগ ও শরীরে কোপানোর চিহ্ন আছে। বাবা-মায়ের সঙ্গে একই ঘরে থাকা তাদের অন্য ছেলে সাদ্দাম ও সাদ্দামের স্ত্রী অক্ষত আছেন। সাদ্দাম ও তার স্ত্রী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ও কেন এ হত্যাকাণ্ড হল তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি নুর হোসেন। 

Link copied!